হঠাথ ঝর এসে বলে, স্বপ্ন আমার সবি মিছে
তাসের ঘর ভাঙ্গলো আমার, গল্প আমার ছুটল পিছে
ঢেউ গুলো সব উড়িয়ে দিলো, রইলো না মোর চিন্হ কথাও,
গড়ে ছিলাম আমার যে বাসা, সব-ই আজ যেন কোথায়ে উধাও I
তাই আজ গল্প আবার লিখতে হবে, নতুন করে নতুন ভাষায়ে
তোমার-আমার স্বপ্ন গুলো, ভরাতে হবে নতুন আশায়ে
নতুন করে গরবো আবার, নতুন বেশে নতুন দেশে
জিতব বলে বাড়িয়েছি পা, জানি আছো তুমি আমার পাশে I