Tuesday, September 6, 2011

তুমি যদি সে নও হে সখা


তুমি যদি সে নও হে সখা






তুমি যদি সে নও হে সখা, তোমায়ে দেখে কেন আসে হে লাজ
তুমি যদি সে নও হে সখা, তোমাযে দেখে 
হাসে কেন মোর চিত্ত আজ
তুমি যদি নও হে আমার, তবে কেন মোর হৃদয় বাজে
তুমি যদি নও হে আমার, কেন মন আজ স্বপ্ন সাজে I